Thursday, October 8, 2009

প্যাঙ্গোলিন

0 comments
প্যাঙ্গোলিনের অদ্ভূত আকার আকৃতি দেখে অনেকেই ভাবে এরা ডাইনেসরের বংশধর। কিন্তু প্যাঙ্গোলিন মোটেও তা নয়। কারণ আর কিছু নয় কারণ হচ্ছে তাদের চেহারাসুরত। দেখতে ভয়ঙ্কর রকমের প্রাণী এই প্যাঙ্গোলিন, সারা শরীর লালচে বা খয়েরি রঙা শক্ত আঁশ দিয়ে ঢাকা। । ছুচাঁলো মুখ শরীরের চেয়ে বড়। লেজটাও মোটা আর লম্বা।




ভোজনের আগে মুখের ফাঁক দিয়ে আধালো একটা জিভ বেরিড়য়ে পড়ে বলেই হয়তো সবাই ভয় করেন। তবে এরা ভয়ঙ্কর দর্শন হলেও চরিত্রগতভাবে নীরিহ ও গোবেচারা । এরা কাউকে ভয় দেখায়না। আপন মনে পিঁপড়ে ধরে খেয়ে চলে।
পিঁপড়েভুক এ প্রাণী যখনই ভয় পায় তখনই নিজের বিশাল শরীরটাকে গুটিয়ে একটা ছোট বলের মতো করে শক্ত করে ফেলে। তখন এতই শক্ত হয় যে তখন তার গায়ে আঘাত করা প্রায় কঠিন হয়ে পরে।


0 comments:

Post a Comment