Friday, October 30, 2009

বেনেবউ বা কৃষ্ণ কোথা পাখি বা হলদে পাখি বা ইষ্টিকুটুম

0 comments
লিখেছেন : সোমা

নামটি আমার বলি- বেনেবউ

ইংরেজীতে বলি-Black-hooded Oriole
বৈজ্ঞানিক নাম - Oriolus Xanthornus
আমরি যত নাম - বেনেবউ,হলদে পাখি,ইষ্টিকুটুম,কৃষ্ণ কোথা পাখি । 
দেখতে আমি যেমন- আকার ২৫সে.মি।গাঢ় হলদে শরীর।চোখ লাল, মাথা,গলা,লেজ ও ডানার কিছু পালক কালো বর্ণের ঠোট হালকা লাল।আমাদের মেয়ে পাখি আর ছেলে পাখি দেখতে প্রায় একই রকম।
যেথায় আমার বাস-নিবাস- বনের খুব চঞ্চল প্রকৃতির পাখি । বন,বাগিচা আমায় দেখতে পাবে।
আমার খাবার মেন্যু-কীট-পতঙ্গ,ফল-ফলাদি।
যেভাবে আমি ডাকি-টু...হিইইইই বা টু...ইয়ো ইয়ো।
প্রজনন সময়-এপ্রিল- জুলাই। ডিম সংখ্যা- ৩/৪ টি।


0 comments:

Post a Comment