নামটি আমার বলি -রামগঙ্গা
ইংরেজীতে বলি - Grey Tit
বৈজ্ঞানিক নাম-Parus major
আমার যত নাম - বড় তিত, রামগঙ্গা
দেখতে আমি যেমন – আকারে ১৪সে.মি।ছাই রংয়ের পিঠ ও লেজ,মাথা,গলা,ঘাড় এবং গলার নিচ থেকে বুকের কিছু অংশ কালো।সাদা গাল,ডানার পালকে ও সাদা-কালোর মিশেল আছে,পেট ধুসর।আমি আসলে দেখতে অনেকটা চড়–ই ভায়ার মত,পার্থক্য শুধু রংয়ে।
যেথায় আমার বাস-নিবাস - আমি ভারতীয় উপমহাদেশের পাখি।হিমালয়ের পাদদেশ থেকে ৩৫০০ মাইলের মধ্যে এবং গাঙ্গেয় সমতলভূমিতে আমার বিচরণ বেশী।
আমার খাবার মেন্যু - কচিপাতা,কীট-পতঙ্গ,শস্যদানা।
যেভাবে আমি ডাকি - তীক্ষ স্বরে অনেকটা উইই..চি..চিইইই.. বা টিইইই...চু... টিইই...চু...
প্রজনন সময় - এপ্রিল-মে। ডিম সংখ্যা - ৪/১১ টি।
0 comments:
Post a Comment