Wednesday, October 7, 2009

গন্ধরাজ

0 comments

ফুলটার বাংলা নামঃ গন্ধরাজ খুবই পরিচিত একটা ফুল এর অন্যান্য স্থানীয় নামের মধ্যে Gardenia, Cape jasmine,Gandhraj উল্লেখযেআগ্য । এর বৈজ্ঞানিক নামঃ Gardenia jasminoides এটি Rubiaceae পরিবারের একটি উদ্ভিদ। ফুল সাধারণত সাদা হয়। তবে হালকা গোলাপী রংয়ের ও দেখা যায়। তবে এর একটা অসুবিধা হল- এর অতিরিক্ত গন্ধের কারণে বেশীরভাগ সময় গাছের গোঁড়ায় সাপ থাকে।
রাজ্য: Plantae, Eudicots , Asterids
বর্গ: Gentianales
গোত্র: Rubiaceae
গণ: Gardenia
প্রজাতি: G. jasminoides


0 comments:

Post a Comment