Wednesday, October 7, 2009

সুসান ফুল

0 comments

সুসান একটি লতানো ফুলের গাছ। এ দেশে নতুন এসেছে। গেল শীতে দেখেছিলাম খুলনার ডালিয়া নার্সারির সামনের বেষ্টনী ছেয়ে ফেলেছিল কয়েকটা গাছ। ফুলও ফুটেছিল প্রচুর। এবার বর্ষায় খাঁ খাঁ। জানা গেল, গাছের গোড়া আছে, বর্ষার পর থেকে নতুন লতা বেরিয়ে আবার ঝোপ হবে। নতুন গাছ, তাই কোনো বাংলা বা স্থানীয় নাম পাওয়া যায়নি। অন্য কোথাও গাছটা চোখে পড়েনি। লতানো নরম গুল্মপ্রকৃতির গাছ বহুশাখায়িত, লম্বায় চার মিটার পর্যন্ত হতে পারে। পাতা হূপিণ্ডাকার, ত্রিকোণাকার, কিছুটা পানপাতার মতো। তবে পাতাগুলো ছোট। পাতার গোড়া থেকে পাঁচ-সাতটি শিরা উঠে এসেছে। পাতা ৩.৫-১৫ সেন্টিমিটার লম্বা। ফুল ফোটে এককভাবে অথবা কয়েকটা একদলে। পাপড়ি পাঁচটি গভীর খাঁজে বিভক্ত। পাপড়ির রং হলুদ, কেন্দ্রস্থল গাঢ় বাদামি। তবে লালচে ফুলও আছে। ফল গোলাকার, এক সেন্টিমিটার লম্বা। ফল শুকনো বৃতির মধ্যে আবদ্ধ থাকে। বীজ থেকে চারা হয়। মার্চ থেকে মে মাসের মধ্যে বীজ বুনতে হয়। গাছে সেপ্টেম্বরে ফুল ফোটা শুরু হয় এবং পরের বছর মার্চ পর্যন্ত ফুল থাকে। গাছ বহুবর্ষজীবী। বেড়ায় বা ঝুলন্ত ঝুড়িতে লাগানোর উপযুক্ত গাছ। বিশ্বব্যাপী সুসান শোভাবর্ধক গাছ হিসেবে সমাদৃত। গাছটির আদি নিবাস ট্রপিক্যাল আফ্রিকা। ইংরেজি নাম Black-eyed susan, African Sunset, উদ্ভিদতাত্ত্বিক নাম Thunbergia alata, পরিবার একানথেসি।

0 comments:

Post a Comment