লিখেছেন
mmrony
একটি PDF তৈরী করার পর হঠাৎ আপনার মনে হলো আরেকটা ফাইল এতে সংযোগ ভীষণ প্রয়োজন,তখন যা করণীয় তারই একটা সহজ উপায়ের কথা আজ বলব;-
প্রথমে, আপনার তৈরী করা সদ্য PDF টি ওপেন করুন ।আপনার ডকুমেন্ট এর বামে অর্থাৎ Adobe acrobat এর বাম দিকের মার্জিনে bookmarks,signatures,pages,attachments,coments এর ট্যাবগুলি লক্ষ্যণীয় ।আপনি pages এর ট্যাব এ ক্লিক করুন । এখানে আপনি আপনার ফাইলগুলি নম্বার সহ অর্থাৎ ১,২ , ৩ ইত্যাদি বক্স আকারে দেখতে পাবেন(অনেকটা power point এর মত) তারপর সেই বক্স থেকে দৃষ্টি একটু উপরের দিকে তুললেই দেখবেন options আর এই options ক্লিক করে Insert papes এ ক্লিক করুন এবং যে ফাইলটি যোগ করতে চান তা select করুন । Insert papes এর একটি বক্স আসবে; তাতে Location: after/ before(নতুন ফাইলটি কোথায় যোগ হবে তা select করুন, কত পৃষ্টা যোগ করবেন তা উল্লেখ করা যাবে।এমনকি এই options ক্লিক করে page replace/delete/rotate/crop সহ নানা কিছু করার সুযোগও রয়েছে।অবশেষে আপনাকে Save icon এ ক্লিক করে বের হতে হবে।এবার পরখ করে দেখুন সবঠিক আছে কিনা? মূল লেখাটি নিচের লিংকেও পাবেন:-
http://www.esogori.forum5.com/
0 comments:
Post a Comment