Wednesday, October 7, 2009

বকুল

0 comments

এটির বাংলায় নামঃ বকুল
অন্যান্য স্থানীয় নামঃ Spanish cherry,Maulsari ,Ilanni
এর বৈজ্ঞানিক নামঃ Mimusops elengi
এটি পরিবারের নামঃ Sapotaceae

বাংলাদেশের প্রায় সব জায়গায় এর গাছ পাওয়া যায়। এটি মাঝারি আকারের গাছ এবং এর পাতা গুলি হয় ঢেউ খেলানো। ফুল গুলো খুব বড় হয় না ছোট বড় জোড় ১ সেঃ মিঃ কিন্তু তারা সংখ্যায় হয় অগুনিতক। ছোট ছোট তারার মতো ফুল গুলো যখন ফোটে তখন গাছের চেহারা হয় অন্যরকম। এবং মাটি যখন ঝড়ে পড়ে তার দৃশ্য নয়নাভিরাম। ছোট ছোট ছেলে মেয়ে বকুল ফুলের মালা গাঁথছে এটা গ্রাম বাংলার পরিচিত দৃশ্য।
এর গন্ধ হয় মন উদাস করা। আবার অনেক বলে এর গন্ধ মিষ্টি মাদক গন্ধ। সৌভাগ্য বশত আমাদের কাউকে এর গন্ধকে পরিচয় করিয়ে দিতে হয় না। ফুল শুকিয়ে গেলেও এর গন্ধ অনেক দিন পর্যন্ত থাকে।
বৈজ্ঞানিক শ্রেণী বিন্যাস
রাজ্য: Plantae
Division: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Ericales
গোত্র: Sapotaceae
গণ: Mimusops
প্রজাতি: M. elengi

0 comments:

Post a Comment