Tuesday, October 13, 2009

কানাকুয়ো

0 comments

নামটি আমার বলি- কানাকুয়ো

ইংরেজীতে বলি- Crow-Pheasant
দেখতে আমি যেমন- মাথা থেকে লেজ পর্যন্ত আমি প্রায় ৪৯সে.মি
লম্বা,ডানা রং উজ্জ্বল খয়েড়ি আর বাদ বাকি শরীর বেজায় কালো,আমার চোখ কিন্তু অদ্ভুত সুন্দর,অঙ্গার লাল তবে দেহের কালো রংয়ের সাথে চোখ দেখতে ভয়ংকর লাগে। একটুখানি উড়ে গিয়ে গাছে চড়তে পারি কিন্তু অন্য পাখি ভায়াদের মতো এতো উড়তে চড়তে পারিনা।আমরা স্ত্রী এবং পুরুষ পাখি দেখতে প্রায় একই রকম।
যেথায় আমার বাস- ঝোপ জঙ্গলে,বাঁশ ঝাড়,নিচু গাছ এসব জায়গায আমি বাসা বাঁধি ।
আমার খাবার মেন্যু- নানা ধরনের পোকা-মাকড়,শামুক,ছোট ব্যাঙ ।
আমার যতো ভাই-বেরাদার- কোকিল,কাক আমার গোত্রের পাখি ।
যেভাবে আমি ডাকি-আমি উচ্চস্বরে কুপ....কুপ করে ডাকি।


লিখেছেন : সোমা

0 comments:

Post a Comment