Monday, October 19, 2009

চখাচখী

0 comments

নামটি আমার বলি- চখাচখী

ইংরেজীতে বলি- Ruddy Shelduck
বৈজ্ঞানিক নাম-Tadorna ferruginea
দেখতে আমি যেমন- মাথা থেকে লেজ পর্যন্ত আমি প্রায় ৬৫সে.মি লম্বা।গায়ের পালক লালচে খয়েরি রংয়ের হয়,আমাদের মেয়ে পাখিগুলোর মাথা সাদা বর্ণের,গলায় কালো মালা আছে,ঠোঁট,পা এবং লেজের শেষটা কালো।

যেথায় আমার বাস- আমি তোমাদের দেশে শীতকালে অতিথি হয়ে আসি।তিব্বতের মালভূমি আমার আদি নিবাস।বিল-ঝিল বা নদীর চরায় আমাদের দল বেঁধে দেখতে পাবে।
আমার খাবার মেন্যু- নানা ধরনের পোকা-মাকড়,শামুক,ছোট মাছ,শস্যদানা,কচিঘাস খুব প্রিয় ।
আমার যতো ভাই-বেরাদার- ছবি দেখে বুঝতেই পারছো আমি হাঁস গোত্রের পাখি ।
প্রজনন সময়- এপ্রিল-জুন। ডিম সংখ্যা- ৬/৮ টি।


লিখেছেন : সোমা

0 comments:

Post a Comment