Saturday, October 10, 2009

কর্পস ফুল

0 comments
পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে ফুলই হয়তো সবার ওপরের স্থানটি দখল করে আছে। সুন্দর কিছু দেখলেই আমরা তা ফুলের সঙ্গে তুলনা করি। পৃথিবীতে ফুল নিয়ে যে কত গান, কবিতা লেখা হয়েছে আর আঁকা হয়েছে কত ছবি, এর হিসাবটা উদ্ধার করা এক কথায় অসম্ভব। কোথায় নেই ফুল! জন্ম থেকে মৃত্যু ফুল সৌন্দর্য আর পবিত্রতার প্রতীক হিসেবে মানুষের জীবনের সঙ্গে মিলেমিশে একাকার। ফুলের হাজারো রঙের বাহার আর মনকাড়া বিচিত্র সৌরভ সবাইকে মাতাল করে, রাঙিয়ে তোলে জীবনকে। তাই আমরা দেশকে একটি ফুলের সঙ্গে তুলনা করে বলি, ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি...।’ পৃথিবীর এই বিশাল ফুলরাজ্যে কত আকারের ফুল যে রয়েছে, কোনো হিসাব নেই। তবে পৃথিবীর সব ফুলবাগানের অগণিত ফুলের মধ্যে সবচেয়ে বড় ফুলটির কথা জানি আমরা। ফুলটির নাম কর্পস। বিজ্ঞানীরা ডাকেন অ্যামোরফোফ্যালাস টাইটেনাম নামে। প্রায় ৮০ কিলোগ্রাম ওজন আর ১২ ফুট উচ্চতার তীব্র কটু গন্ধযুক্ত এই ঢাউস ফুলগুলো প্রিয়জনকে উপহার দিতে চাইলে রীতিমতো ঘাম ছুটে যাবে আপনার, সন্দেহ নেই তাতে!


0 comments:

Post a Comment