Thursday, July 12, 2012

অমর মহাকাব্য শাহনামা

0 comments
পারস্যের মহাকবি ফেরদৌসীর চির অমর মহাকাব্য শাহনামা। যার অর্থ রাজা বাদশাদের কথা। মদ্যযুগে রচিত এ মহাকাব্যটি মুসলিম-অমুসলিম সারা বিশ্বে সমানভাবে জনপ্রিয়। এ মহাকাব্যের বৈশিষ্ট্য হচ্ছে_ এতে পৌরণিক কাহিনীর বর্ণনার ফাঁকে ফাঁকে হাতে অাঁকা অসংখ্য চিত্র রয়েছে। এসব চিত্রলিপিতে রংয়ের ব্যবহার শাহনামাকে আরও আকর্ষণীয় করেছে। মহাকবি ফেরদৌসীর জন্ম ইরানের খোরাসাম প্রদেশের তুস শহরে ৯৩৭ সালে। তার প্রকৃত নাম আবুল কাসেম হাসান। তিনি ছিলেন সুলতান মাহমুদের রাজকবি। তার কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে সুলতান মাহমুদ তাকে ফেরদৌসী উপাধি দেন। শাহনামা রচনা করতে ফেরদৌসী দীর্ঘ ৩০ বছর ব্যয় করেন। পারস্যের মুসলমান শাসকদের বৃত্তান্ত লেখার আগেই তিনি সুলতান মাহমুদের প্রতারণার শিকার হয়ে মারা যান। শাহনামার প্রাককথন শুরু হয়েছে আল্লাহ এবং তার রাসূল হজরত মোহাম্মদ (সা.) ও তাঁর সাহাবীদের প্রশংসা করে। কিন্তু শাহনামার পাত্রপাত্রী কেউ মুসলিম ছিলেন না। শাহনামার কাহিনী শুরু হয়েছে রাজা কায়যুরুসকে ঘিরে, যিনি পারস্যের এক পর্বতের গুহা থেকে বের হয়ে এসে শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এরপর ফেরদৌসী সে দেশের বহু রাজা থেকে বাছাই করে পঞ্চাশজনের জীবন-আলেখ্য দিয়ে শাহনামার যবনিকা টানেন ৬৩৭ খ্রিস্টাব্দে। সাসান বংশের শেষ শাসক তৃতীয় ইয়াযিদে জার্দ-এর মুসলমানদের কাছে পরাজয়ের ঘটনা পর্যন্ত তিনি শাহনামায় বিবৃত করেন। ফেরদৌসীর স্বহস্তে লেখা শাহনামার পাণ্ডুলিপি সম্ভবত হারিয়ে গেছে। সেটি চিত্র সংবলিত ছিল কিনা তা জানার কোনো উপায় নেই। তবে পরবর্তীকালে চিত্র সংবলিত শাহনামাই গুরুত্ব লাভ করে। পারস্যে শাহনামা চিত্রায়ণের সূচনা হয় মোঙ্গল ইল রাজবংশ (১২৫৮-১৩৩৫ খ্রি.) প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে। মধ্যযুগে পারস্য এবং ভারতের মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় শাহনামার অসংখ্য চিত্রিত পাণ্ডুলিপি লেখা হয়। এর প্রতিটি চিত্রে যুদ্ধবিগ্রহ, রাজনীতি, অর্থনীতি ধর্ম, সামাজিক রীতি, উৎসব, প্রাত্যহিক জীবনাচার ইত্যাদির নিখুঁত প্রতিফলন ঘটেছে। এসব চিত্রে প্রকৃতিও বিশেষ স্থান পেয়েছে। এ ছাড়া চিত্রগুলোতে লাল, নীল, সবুজ, সোনালি, কমলা, হলুদ, কালো, সাদা ইত্যাদি রংয়ের ব্যবহার লক্ষ্যণীয়। বিশ্বের প্রায় প্রতিটি বিখ্যাত জাদুঘরে শাহনামার চিত্রিত পাণ্ডুলিপি দেখতে পাওয়া যায়। উপমহাদেশের বড় বড় জাদুঘরেও শাহনামার সংগ্রহ রয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রচ্ছদ চিত্র গ্যালারিতে রয়েছে মোগল আমলের শাহনামার দুটি পাণ্ডুলিপি। একটি শোকেসের মধ্যে মহাকাব্য দুটি পাশাপাশি রাখা আছে। প্রতিদিন অসংখ্য দর্শক পাণ্ডুলিপি দুটি দেখে বিস্মিত হন।
* স্বপন কুমার দাস

0 comments:

Post a Comment