প্রাকৃতিক অনাবিল সৌন্দর্যের আধারে নির্মিত রাঙামাটির ডিসি বাংলো জাদুঘর। এখানে পার্বত্যাঞ্চলে প্রাচীন ইতিহাসের বহু স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে। রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাটের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের স্মৃতিসৌধের আলোকচিত্র ও জেলা প্রশাসক এল এইচ নিবলেটের স্মৃতিস্তম্ভসহ ঐতিহ্যময় সংস্কৃতির নিদর্শনগুলো স্থান পেয়েছে ডিসি বাংলো জাদুঘরে। পাহাড়ের বুকে লোকচক্ষুর আড়ালে থাকা অজানা সব ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০১২ সালের ২৬ মার্চ তৎকালীন জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এই জাদুঘর নির্মাণ করেন। রাঙামাটি শহরের পূর্ব প্রান্তে বাংলোটির অবস্থান। শুধু সংযোগ সড়ক ছাড়া বাংলোর সবদিক ঘিরে রেখেছে কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলরাশি। ১৮৬৮ সালে রাঙামাটিতে জেলা সদর স্থানান্তরের পর নির্মিত হয় এ বাংলো। কাপ্তাই বাঁধ নির্মাণের পর ১৯৬২ সালে রাঙামাটি শহর হ্রদের পানিতে তলিয়ে গেলেও পাহাড়ের চূড়ায় অবস্থানের কারণে বাংলোটি টিকে আছে। পার্বত্য চট্টগ্রামের জীবনাচার, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ইতোমধ্যে সমৃদ্ধ হয়ে উঠেছে ডিসি বাংলো জাদুঘর।
রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক, পাংখোয়া, লুসাই, অসমীয়া গুর্খা, সুজে সাঁওতাল, রাখাইন সর্বোপরি বাঙালিসহ ১৪টি সম্প্রদায়ের বসবাস। ভৌগোলিক বৈচিত্র্যময় সৌন্দর্য এবং বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির সম্মিলনযোগ করেছে এক ভিন্নমাত্রা। রাঙামাটির ধ্বংসাবশেষের পাথর, ১৮৬৬ সালে প্রথম টাইপ রাইটার, গান্টার চেইন, রাঙামাটি জেলা প্রশাসনের প্রাচীন ঐতিহ্য টেবিলচেয়ার, পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির সময় থেকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের ছোট আলমারি, ১৯৫৩ সাল থেকে সংরক্ষিত ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি, রাঙামাটি জেলা প্রশাসকের বিংশ শতাব্দীর প্রাচীন ঘড়ি, সাইটভ্যান, কম্পাস, প্লেইন টেবিল স্ট্যান্ডসহ, টাইপ রাইটারসহ নানা দুলর্ভ স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে। আলোকচিত্রের মধ্যে রয়েছে ৩০৮ বছরের পুরনো চাপালিশ গাছ, জেলা প্রশাসক এল এইচ নিবেলেটের স্মৃতিস্তম্ভ, ঝুলন্ত সেতু, গিরিনির্ঝর শুভলং ঝরনা, গিরিশোভা ভাসমান রেস্তোরাঁ, বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান রাজবন বিহার, পার্বত্য জেলার হাতি, পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ১২ ফেব্রুয়ারি রাঙামাটি বিসিক কার্যালয় পরিদর্শনকালে তার নিজ হাতে লেখা মন্তব্য, চাকমা রাজবাড়ির ছবি। পার্বত্য চট্টগ্রাম জেলার সৃষ্টির পর ১৮৬০ সাল থেকে ১৯০৯ পর্যন্ত দায়িত্ব পালনকারী মহকুমা প্রশাসকদের নামের তালিকা, রাঙামাটি জেলায় ১৯৭১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত জেলা প্রশাসকদের নামের তালিকাসহ বেশ কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র এ জাদুঘরে স্থান পেয়েছে। এ ব্যাপারে রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী জেলা ম্যাজিস্ট্রেট মো. ওবাইদুল হক বলেন, 'জেলা প্রশাসনের উদ্যোগে দেশে একমাত্র ডিসি বাংলো জাদুঘর নির্মিত হয়েছে এখানে। বিভিন্ন ঐতিহ্যবাহী স্মৃতি সংগ্রহের মাধ্যমে জাদুঘর সমৃদ্ধ করার চেষ্টা চলছে।'
* ফাতেমা জান্নাত মুমু
0 comments:
Post a Comment