Monday, July 23, 2012

হজরত রাস্তি শাহ (রহ.)-এর মাজার

0 comments
তাঁর নামেই শাহরাস্তি উপজেলার নাম। তিনি ছিলেন সিলেটের হজরত শাহ্জালাল (রহ.)-এর একজন ঘনিষ্ঠ সহচর। চাঁদপুর-লাকসাম রেললাইন এবং চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এক কিলোমিটার দক্ষিণে মেহারের শ্রীপুর গ্রামে হজরত রাস্তি শাহ (রহ.)-এর মাজার। সুলতান শামস্উদ্দিন শাহর শাসনামলে অর্থাৎ ১৩৫১ সালে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীতে ধর্মপ্রচারের জন্য আসেন হজরত রাস্তি শাহ (রহ.)। বড় একটি দিঘির পাশে টিলার ওপর মাজারটি। পশ্চিম পাশের আরেকটি দিঘির অন্য পাড়ে রয়েছে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান মেহার কালীবাড়ি। ঢাকার সায়েদাবাদ থেকে পদ্মা বা বিলাস পরিবহনের বাসে দোয়াভাঙা গেট যাওয়া যায়। ভাড়া ২০০ টাকা। গেট থেকে মাজার পর্যন্ত রিকশাভাড়া ১০ টাকা।

0 comments:

Post a Comment