Monday, July 16, 2012

'অপরাজেয় বাংলা' ভাস্কর্য, ঢাকা

0 comments
এক পাশে ফার্স্ট-এইড বক্স হাতে শাড়ি পরিহিত সেবিকা, মাঝে রাইফেল কাঁধে টগবগে গ্রামের এক তরুণ এবং অন্য পাশে দুই হাতে রাইফেল ধরে থাকা আরেক শহুরে যোদ্ধার ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত এই ভাস্কর্যটির নাম 'অপরাজেয় বাংলা'। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে নিবেদিত এবং তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়িত করে নির্মিত এই ভাস্কর্যটি বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত। 'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। ১৯৭৩ সালে ভাস্কর্যটি তৈরির কাজ শুরু হয়। ভাস্কর্যটির নির্মাণকাজ শেষ হয় ১৯৭৯ সালে। ৬ ফুট বেদির ওপর নির্মিত ভাস্কর্যটির উচ্চতা ১২ ফুট, প্রস্থ ৮ ফুট এবং ব্যাস ৬ ফুট। মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ভাস্কর্যটির পাদদেশেই বাংলাদেশের সব ছাত্রসংগঠনের বেশির ভাগ কেন্দ্রীয় সভা-সমাবেশ অনুষ্ঠিত হওয়ার ঐতিহ্য গড়ে উঠেছে।
getting prepared

0 comments:

Post a Comment