Monday, July 16, 2012

জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ

0 comments
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান (এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজের ব্যয় হয়েছিল ১৯৭ কোটি টাকা। ২০৮ একর জমির ওপর নির্মিত এই সংসদ ভবনটি তিনতলাবিশিষ্ট। এর উচ্চতা হচ্ছে ১৫৫ ফুট ৮ ইঞ্চি। বাংলাদেশ জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় ২৮ জানুয়ারি ১৯৮২ সালে। তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এর উদ্বোধন করেন। বাংলাদেশের আইন সভার নাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদের ইংরেজি নাম 'হাউস অব দ্য নেশন অব বাংলাদেশ', জাতীয় সংসদ ভবনের প্রতীক হচ্ছে শাপলাফুল। এটি এক কক্ষবিশিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্যসংখ্যা হচ্ছে ৩৫০টি। বর্তমানে সংসদের নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫০টি এবং ১৯৭৩ সালে নারীদের সংরক্ষিত আসন ছিল ১৫টি, জাতীয় সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যসংখ্যা হচ্ছে ৩০০টি। জাতীয় সংসদে পূর্বে অধিবেশন বসত তেজগাঁওস্থ বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোনো বিদেশি প্রথম আমাদের জাতীয় সংসদে ভাষণ দেন যুগোস্লাভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো, ৩১ জানুয়ারি ১৯৭৪, বাংলাদেশের জাতীয় সংসদে ৬০ জনকে নিয়ে কোরাম গঠিত হয়ে থাকে। গণভবন ও বঙ্গভবন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন।


সংসদের আসন ব্যবস্থা : সংসদ সদস্যদের জন্য আসন সংখ্যা ৩৫৪টি, বিশিষ্ট অতিথিদের জন্য আসন সংখ্যা ৫৬টি, কর্মকর্তাদের জন্য আসন সংখ্যা ৪১টি


সাংবাদিকদের জন্য আসন সংখ্যা ৪০টি


দর্শকদের জন্য আসন সংখ্যা ৪৩০টি


পার্টি কক্ষ ৩টিতে মোট আসন সংখ্যা : ১৫ হাজার ৪৪০টি


সর্বমোট আসন সংখ্যা ১৬ হাজার ৩৬১টি


একনজরে জাতীয় সংসদ ভবন


স্থপতি : লুই আই কান


ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার : হ্যারি ব্লুম


সংসদ ভবনের উচ্চতা : ১৫৫ ফুট ৮ ইঞ্চি


দেয়ালের ব্যাস : ১র্২ -২র্৪র্


কার্পেট এলাকা : ২ লাখ ৫০ হাজার ঘনফুট


প্যাসেজ ও চলাচলের এলাকা : ২ লাখ ৮৭ হাজার ঘনফুট


টয়লেট ও ডাস্ট : ৯০ হাজার ঘনফুট


শীতাতপ নিয়ন্ত্রিত এলাকা : ৪ লাখ ৮৬ হাজার ঘনফুট


দরজা : ১৬৩৫টি


জানালা : ৩৩৫টি


সিঁড়ি : ৫০টি


টয়লেট : ৩৪০টি


লিফট : ১৮টি।



লিখেছেনঃ মুরাদ আহমেদ

0 comments:

Post a Comment