Sunday, July 15, 2012

ঢাকা

0 comments
বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরী বিশ্বের 'রিকশার রাজধানী' হিসেবেও পরিচিত। এই মহানগরীতে প্রতিদিন প্রায় চার লাখ রিকশা চলাচল করে, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না। ঢাকাকে মসজিদের শহর বলে থাকেন অনেকেই। বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই মহানগরী বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ মহানগরীগুলোর অন্যতম। ১৬১০ সালে ঢাকাকে প্রথম বাংলার রাজধানী করা হয়। এ সময়ে মোগল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। ১৭১৭ সালের পর দীর্ঘদিন ঢাকা রাজধানীর মর্যাদাহীন থাকে। ব্রিটিশ শাসনামলে ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকাকে আবার বাংলার রাজধানী করা হয়; কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা থেকে রাজধানী আবার স্থানান্তর করা হয়। এরপর ১৯৪৭ সালে ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী করা হয় এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকাকে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। কারো কারো মতে, ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে কালক্রমে ঢাকা নামকরণ হয়। আবার অনেকের মতে, মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ শহরে 'ঢাক' বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায়।

0 comments:

Post a Comment