Monday, July 30, 2012

হাজী খাজা শাহবাজের মসজিদ

0 comments
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আরেকটি প্রত্নতাত্তি্বক স্থাপনা হাজী খাজা শাহবাজের মসজিদ। শিশু একাডেমীর লাগোয়া উত্তর কোনে রয়েছে এ মসজিদটি। ৬৮*২৬ফুট আয়তনের এ মসজিদের চারকোণে চারটি আটকোণা বাতির মিনার বা টারেট আছে। এগুলো কার্নিশের অনেক উপরে উঠে নিরেট ছোট গম্বুজে শেষ হয়েছে। পূর্ব দেয়ালে রয়েছে তিনটি প্রবেশ পথ। মসজিদের প্রায় ৫০ ফুট উত্তর পূর্বে একখন্ড উঁচু জায়গায় রয়েছে হাজী খাজা শাহবাজের সমাধি। হাজী শাহবাজ তার মৃত্যুর আগেই এ মাজার নির্মাণ করেছিলেন বলে জানা যায়। মসজিদের পশ্চিম পাশেই রয়েছে আমাদের তিন নেতার মাজার এবং তার সামনেই দেখা যাবে প্রাচীন ঢাকা গেট।

ছবির উৎসঃ হরপ্পা

0 comments:

Post a Comment