Sunday, July 15, 2012

জানা আছে জানা নাই

0 comments
ছেলেদের তুলনায় মেয়েদের জিহ্বায় স্বাদগ্রন্থির সংখ্যা বেশি।

টাইম ম্যাগাজিনের পাঠকদের ভোটে হিটলার ১৯৩৮ সালে বর্ষসেরা মানব নির্বাচিত হয়েছিলেন।
ষ কচ্ছপ তার পশ্চাদ্দেশ দিয়েও শ্বাস-প্রশ্বাস চালাতে পারে।

প্রিয় মানুষের দিকে তাকালে চোখের পাতা পড়ার হার ৪৫ শতাংশ পর্যন্ত কমে যায়।

আপনার শখের আইফোনটি পরিপূর্ণভাবে চার্জ দিতে ৫৯৫টি কমলালেবুই যথেষ্ট।

কেঁচোর ভেতর সর্বোচ্চ ৯টি পর্যন্ত হৃদয় থাকতে পারে।

কলম্বাস বিশ্বাস করতেন পৃথিবীর আকার নাশপাতির মতো।

খাবার না পেলে অনেক সময় ফিতাকৃমি নিজেকে খেতে শুরু করে।

পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী কুকুরটি মারা যায় ২৯ বছর বয়সে।

দাঁত মানব দেহের সবচেয়ে শক্ত বস্তু।

মধুই একমাত্র খাবার, যেটি কখনও পচে না।

সদ্য জন্ম নেওয়া ক্যাঙ্গারু শাবক এতটাই ছোট যে, একটি টেবিল চামচে দিব্যি এঁটে যায়।

কোয়েলা ভালুক দিনের ২২ ঘণ্টাই ঘুমিয়ে কাটায়।

একজন মানুষের হৃদয় গড়ে ৩০০ কোটিবার স্পন্দন করে।

মালদোভানরা পৃথিবীতে সবচেয়ে বেশি সুরা পান করে। বছরে একজন মালদোভান পান করে ১৮.২১ লিটার সুরা। এ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে চেক রিপাবলিকানরা। তারা পান করে ১৬.৪৭ লিটার। ১৬.২৮ লিটার পান করে তৃতীয় স্থানে আছে হাঙ্গেরিয়ানরা। ওদিকে সবচেয়ে কম সুরা পান করে ইয়েমেনের নাগরিকরা, মাত্র ০.০৪ লিটার।

মানুষের ডিএনএর সঙ্গে কলার ডিএনএর ৫০ শতাংশ পর্যন্ত সাদৃশ্য পাওয়া যায়।

0 comments:

Post a Comment