Sunday, July 22, 2012

অ্যালেন গিন্সবার্গ

0 comments
সবাই জানে জর্জ হ্যরিসন "কনসার্ট ফর বাংলাদেশ" অনুষ্ঠানে তাঁর বিখ্যাত "Bangladesh" গানটি জনমত তৈরিতে সাহায্য করেছিল। কিন্তু কয়জন জানেন এই কনসার্টের উদ্যোক্তা কে? এই কনসার্টে আর কে কে গান করেছিল?
অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালের ১লা আগস্ট নিউ ইয়ার্কের মডিসন স্কয়ার গার্ডেনে ‘পণ্ডিত রবি শংকর’ কে সাথে নিয়ে বাংলাদেশের শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহের জন্য আয়োজন করেন কনসার্ট ফর বাংলাদেশ ।

এই কনসার্টে জর্জ হ্যরিসন, বব ডিলান, জোয়ান বায়েজসহ আমেরিকার আরও অনেকই সঙ্গীত পরিবেশন করেন। পণ্ডিত রবি শংকর ও অপর ভারতীয় কিংবদন্তী গায়ক আলি আকবর খানও গান পরিবেশন করেন এই কনসার্টে এবং এখান থেকে প্রায় আড়াই লাখ ডলার সংগৃহীত হয়। এই টাকার থেকেও বড়ো ব্যাপার ছিলো এই কনসার্ট সারা বিশ্বকে একটা নাড়া দিতে সক্ষম হয়েছিলো। সবার কাছে পৌঁছে গিয়েছিলো পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার কথা এবং আমাদের গৌরবান্বিত স্বাধীনতা যুদ্ধের কথা। এর পর থেকে জনমত গড়তে থাকে এবং বিশ্ব অপেক্ষা করে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্মের জন্য।

0 comments:

Post a Comment