Sunday, July 15, 2012

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট

0 comments
মাউন্ট এভারেস্ট নেপাল এবং চীনের সীমানায় হিমালয় পর্বতমালায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে পর্বতশৃঙ্গটির উচ্চতা ৮,৮৪৮ মিটার বা ২৯,০২৯ ফুট। ১৮৫৬ সালে সর্বপ্রথম এই পর্বতশৃঙ্গের উচ্চতা পরিমাপ করা হয়। তিব্বতিরা এই পর্বতশৃঙ্গকে শত শত বছর ধরে 'চোমোলুংমা' নামে ডাকত। ১৮৬৫ সালে রয়েল জিওগ্রাফিক সোসাইটি আনুষ্ঠানিকভাবে পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতচূড়ার নামকরণ করে মাউন্ট এভারেস্ট। ভারতের সাবেক জরিপপ্রধান কর্নেল স্যার জর্জ এভারেস্টের নামানুসারে এই নামকরণ করা হয়। পৃথিবীর সব পবর্তারোহীর কাছে মাউন্ট এভারেস্টে আরোহণ অত্যন্ত গৌরবের। নেপাল সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস এই পর্বতারোহীরা। কোনো পর্বতারোহী এভারেস্টে আরোহণ করতে চাইলে তাকে নেপাল সরকারের কাছ থেকে ২৫ হাজার মার্কিন ডলার মূল্য দিয়ে একটি পারমিট সংগ্রহ করতে হয়। ১৯৫৩ সালে এডমুন্ড হিলারি ও তেনজিং শেরপা সর্বপ্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার গৌরব অর্জন করেন। বাংলাদেশিদের মধ্যে মুসা ইব্রাহীম সর্বপ্রথম ২০১০ সালে এভারেস্টের চূড়ায় ওঠেন।

0 comments:

Post a Comment