Tuesday, July 17, 2012

সোনারগাঁ

0 comments

সোনারগাঁ ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। ঈশা খাঁর শাসনামলে সোনারগাঁ রাজধানী ছিল। ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ অবস্থিত। প্রাচীন এই নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। তবে বিভিন্ন নিদর্শন দেখে বোঝা যায়, পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল সোনারগাঁ। সোনারগাঁয় রয়েছে দালানকোঠা, মসজিদ, মাজার, প্রাচীন কবরস্থান, টাকশালসহ বিভিন্ন প্রাচীন নিদর্শন। সোনারগাঁ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রয়েছে গিয়াসউদ্দিন আজম শাহর সমাধি। এরই একটু দূরে পাঁচ পীরের মাজার ও সমাধি। এখানে একটি লোকশিল্প জাদুঘরও রয়েছে। সোনারগাঁর পানাম নগর এলাকাটি এক সময় উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিল। এখানে কাপড় ব্যবসায়ীরা বাস করতেন। এখানকার সুদৃশ্য বাড়িগুলো এখন ধ্বংসের মুখে। সোনারগাঁর মসলিন কাপড়ের এক সময় পৃথিবীজোড়া খ্যাতি ছিল।

0 comments:

Post a Comment