Sunday, July 15, 2012

আইফেল টাওয়ার, প্যারিস

0 comments
আইফেল টাওয়ার প্যারিস শহরে অবস্থিত সুউচ্চ একটি লৌহ কাঠামো, যা ফ্রান্সের অন্যতম একটি প্রতীক। ৩০০ মিটার বা ৯৮৬ ফুট উচ্চতার এই টাওয়ারটির নির্মাণকাজ শেষ হয় ১৮৮৯ সালে। গুস্তাভো আইফেল এই টাওয়ারটি নির্মাণ করেন। গুস্তাভো আইফেল রেলের জন্য সেতুর নকশা প্রণয়ন করতেন। এই টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন। নির্মাণের পর থেকে পরবর্তী ৪০ বছর পর্যন্ত আইফেল টাওয়ার ছিল পৃথিবীর উচ্চতম টাওয়ার। ১৮,০৩৮ খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোট-বড় কাঠামো জোড়া দিয়ে এই টাওয়ার তৈরি করা হয়েছিল। ৩০০ শ্রমিক এই নির্মাণকাজে অংশ নিয়েছিল। আইফেল টাওয়ারের কাঠামো ও সৌন্দর্য পৃথিবীব্যাপী খ্যাতি লাভ করে।

0 comments:

Post a Comment