Thursday, July 19, 2012

নাফ নদী

0 comments
নাফ নদী বাংলাদেশের দক্ষিণ প্রান্তে মিয়ানমার সীমান্তে অবস্থিত একটি নদী। এটি কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিণ-পূর্ব কোনা দিয়ে প্রবাহিত। এই নদীটি মূলত বঙ্গোপসাগরের বর্ধিত অংশ। তাই এর পানি লবণাক্ত। নদীর পশ্চিম পারে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং পূর্ব পারে মিয়ানমারের আরাকান প্রদেশ অবস্থিত। নদীটির প্রস্থ স্থান বিশেষে ১.৬১ কিলোমিটার থেকে ৩.২২ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। জোয়ার-ভাটাপ্রবণ এই নদীটি বাংলাদেশকে মিয়ানমার থেকে পৃথক করেছে। নাফ নদীটি বাংলাদেশ এবং মিয়ানমারের জন্য ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমারের আকিয়াব বন্দরটি এই নাফ নদীর তীরেই অবস্থিত।




0 comments:

Post a Comment