Thursday, July 19, 2012

নাটোরের রাজবাড়ি

0 comments
প্রধান ফটক থেকে মূল প্রাসাদ পর্যন্ত লম্বা পথ, পথের দুপাশে যত্নে গড়ে তোলা পামগাছের সারি, নানা কারুকার্যময় ভবন নিয়ে নাটোরের রাজবাড়ি গঠিত। নাটোর জেলা শহরের প্রাণকেন্দ্রে এই রাজবাড়িটি অবস্থিত। নাটোরের রাজপরিবারের প্রথম রাজা রামজীবন এখানেই স্থাপন করেছিলেন তাঁর প্রশাসনিক কেন্দ্র। নির্মাণ করেছিলেন রাজপ্রাসাদ, মন্দির, দিঘি, ফল ও ফুলের বাগান। রাজবাড়ির মোট আয়তন ১২০ একর। এখানে ছোট-বড় আটটি ভবন আছে। দুটি গভীর পুকুর ও পাঁচটি ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করে আছে দুই স্তরের বেড়চৌকি। পুরো এলাকা দুটি অংশে বিভক্ত ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারকেশ্বর শিবমন্দির। ১৯৮৬ সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুবপার্ক হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।











0 comments:

Post a Comment