Wednesday, August 4, 2010

ব্যাংক অব আমেরিকা টাওয়ার

0 comments
অবস্থান: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
নির্মাণকাজ শেষ হয়েছে এ বছরের মে মাসে।
উচ্চতা: এক হাজার ২০০ ফুট।
নকশাকার: ও ফক্স আর্কিটেক্ট এলএলপি।
বৈশিষ্ট্য: দূর থেকে অনেকটা বদ্ধ জুতার মতো দেখতে। ভবনটিতে প্রাকৃতিক আলো-বাতাস প্রবেশের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। রাতে যাতে ভবনটি ঠান্ডা থাকে, সে ব্যবস্থাও আছে এতে। এ বছর অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেরা ভবন নির্বাচিত হয়েছে।
সেরা উঁচু ভবন নির্বাচন করেছে: যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট।

0 comments:

Post a Comment