Thursday, August 26, 2010

বার্ড ফ্লু

0 comments
ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের তিনটি ধরন আছে। এগুলো হচ্ছে ‘এ’, ‘বি’ এবং ‘সি’। ‘এ’ টাইপের ভাইরাস প্রকৃতিতে বিস্তৃতভাবে ছড়িয়ে আছে। উড়ন্ত পাখি, হাঁস-মুরগি, ঘোড়া, বিড়াল ও মানুষে ভাইরাস ‘এ’ বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত করা হয়েছে। অপর দু’টি টাইপ ‘বি’ ও ‘সি’ কেবল মানুষে পাওয়া যায়। আমাদের দেশে পোল্ট্রিতে যে ভাইরাসটি ছড়িয়ে আছে সেটি ‘এ’ শ্রেণীভুক্ত। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সক্রিয়। এটি মানুষকেও সংক্রমিত করতে পারে। ১৮৭৮ সালে ইতালিতে সর্বপ্রথম উচ্চ রোগ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শনাক্ত করা হয়।

0 comments:

Post a Comment