Thursday, August 26, 2010

বাত সারাতে ব্যাকটেরিয়া

0 comments
বাত রোগ একটি দুরারোগ্য ব্যাধি। উন্নয়নশীল দেশে তো বটেই, উন্নত বিশ্বেও এই রোগটি প্রধান একটি সমস্যা। ব্রিটেন, আয়ারল্যান্ডসহ অনেক উন্নত দেশে গত তিরিশ বছর বাত ও অন্যান্য এলার্জিজনিত রোগের প্রকোপ বড়েছে তিনগুণ। এই রোগের নির্দিষ্ট কোনো ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি। চিকিৎসকদের মতে, মানুষের জীবনযাত্রার রীতি পরিবর্তনের সঙ্গে বাত রোগের সম্পর্ক। শহুরে লোকজনের রোগ প্রতিরোধক ব্যবস্থা যেসব জীবাণু ঠেকাতে ব্যস্ত থাকে, গ্রাম্য লোকজনের ইমিউন সিস্টেম অন্য ধরনের জীবাণুর পিছনে ছোটে। বিজ্ঞানীরা এক জাতের জীবাণুর খোঁজ পেয়েছেন, যারা নিজেদের বসবাসের সুবিধার জন্য দেহের অন্যান্য ক্ষতিকর জীবাণুকে নিয়ন্ত্রণ করতে পারে। ব্যাকটেরিয়ারা এলার্জি সৃষ্টিকারী ও বাত সৃষ্টিকারী জীবাণু বা ভাইরাসদের কিভাবে নিয়ন্ত্রণ করে সে কৌশলটি বিজ্ঞানীরা আয়ত্ত করার চেষ্টা করছেন। ইতোমধ্যে বাতগ্রস্ত ইঁদুরের শরীরে এ ব্যাকটেরিয়া ইনজেক্ট করে দেখা গেছে ওদের বাত সম্পূর্ণ সেরে গেছে। এ নিয়ে আয়ারল্যান্ডের ট্রিনিটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখন কাজ করছেন। তাদের বিশ্বাস, ব্যাকটেরিয়ারা কি কৌশলে বাত রোগের জীবাণু ধ্বংস করে তা জানতে পারলে এজমা ও এলার্জির কার্যকর ওষুধ আবিষ্কার এখন সময়ের ব্যাপার মাত্র।
Source: Bangladesh Pratidin

0 comments:

Post a Comment