Monday, August 16, 2010

জীবনযুদ্ধ এবং কিছু স্বপ্ন

0 comments
ছবিটি দেখলে একটু অবাকই লাগে। গ্রামের কিছু মানুষ বসে আছে। তাদের জীবন যেন থমকে গেছে। কোনো এক হতাশা থামিয়ে দিয়েছে জীবনচাকা। আর সামনে একটি টিউবওয়েল এবং একটি টেলিভিশন। সবাই এ দুটো জিনিসের দিকে এমনভাবে তাকিয়ে আছে, যেন আজব কিছু দেখছে। হ্যাঁ, জিনিস দুটি তাদের কাছে সত্যিই আজব। যাদের বেঁচে থাকার জন্য যুদ্ধ করে যেতে হচ্ছে অবিরাম, তাদের কাছে পুকুরের জলই তৃষ্ণা মেটানোর জন্য শ্রেষ্ঠ পানীয়; টিউবওয়েল স্বপ্ন। আর টেলিভিশন স্বপ্নের চেয়েও বড় কিছু। একজন কৃষক এবং তার জীবনযুদ্ধ নিয়ে এটি নির্মাণ করেছেন আনুশা রিজভী। প্রযোজনা করেছেন অভিনেতা আমির খান। মুক্তি পেয়েছে ১৩ আগস্ট। চলচ্চিত্রটি এরই মাঝে দর্শকনন্দিত হয়েছে, প্রশংসাও কুড়িয়েছে। আমির খান আবারো প্রমাণ করলেন, তিনি হাত দিলেই সব 'সোনা' হয়ে যায়।
ছবির নাম ‘পিপলি লাইভ’। তবে মুক্তির পরপরই ছবিটি নিয়ে একদিকে যেমন ভালো ছবি বলে প্রচারণা এবং ধন্যবাদ শুনতে হচ্ছে আমিরদের, সঙ্গে ভৎসনা আর প্রতিবাদের মুখোমুখিও হচ্ছেন তাঁরা৷
মহারাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা এই কাহিনীর প্রতিবাদ করেছেন৷ তাঁরা বলছেন, এই ছবির কাহিনীতে তাঁদের সঙ্গে তামাশা করা হয়েছে৷ সেই সঙ্গে কৃষকদের অপমান এবং অসন্মানও করা হয়েছে৷ ভারতে অনেক কৃষক আত্মহুতি দিয়েছেন, প্রতিবাদে, দুঃখে৷ সরকারের কাছ থেকে অর্থ পাবার জন্য নয়৷
প্রতিবাদকারীদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনীতিবিদরাও৷ আর সব মিলিয়ে একে বড় ধরণের একটি আন্দোলন হিসাবে গড়ে তুলতে চাইছেন তাঁরা৷ প্রতিবাদকারীরা তাঁদের দাবির কথাটি স্পষ্ট ভাষায় বলেছেন৷ আর তা হলো, এই ছবি প্রদর্শন দেশে এবং বিদেশে নিষিদ্ধ করতে হবে৷ সেই সঙ্গে ভারতীয় ফিল্ম সেন্সর বোর্ড এই ছবির মুক্তির জন্য ছাড়পত্র দেয়ায়, তাদেরকেও ক্ষমা চাইতে বলেছেন এই প্রতিবাদীরা৷ অবশ্য বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি আমির খান, ছবিটির পরিচালক অথবা আমিরের প্রযোজনা প্রতিষ্ঠান৷ দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়৷
এদিকে, ভারতীয় পত্র-পত্রিকাগুলো জানাচ্ছে, গত শুক্রবার মুক্তির পর এ পর্যন্ত আমিরের নতুন ছবি ‘পিপলি লাইভ’ প্রায় ১৬ কোটি ভারতীয় টাকা আয় করেছে৷ অথচ এই ছবিটি তৈরি করতে নাকি মোট পাঁচ কোটি টাকার বেশি খরচই হয়নি আমির খানের৷

0 comments:

Post a Comment