
বিশ্বজুড়ে মানুষের কাছে শিহরণ জাগানো বিনোদন পার্ক হলো ডিজনিল্যান্ড। কল্পনারজগৎকে এখানে বাস্তবতায় রূপ দেওয়া হয়েছে। নানা ধরনের রোমঞ্চকর আর উত্তেজনায় ভরপুর রাইড ছাড়াও এখানকার জোনগুলো যেন কল্পনার এক স্বপ্নপুরী। ১৯৫৫ সালের ১৮ জুলাই বিস্ময়কর এ বিনোদন পার্কটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এর পর থেকেই বিশ্বজুড়ে মানুষের স্বপ্নের পার্ক হিসেবে পরিচিতি পায় ডিজনিল্যান্ড। ডিজনিল্যান্ডের প্রতিষ্ঠাতা হলেন আমেরিকার বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াল্ট ডিজনি। তিনি এক রবিবার তাঁর মেয়েদের নিয়ে ক্যালিফোর্নিয়ার একটি পার্কে ঘুরতে...