Sunday, August 12, 2012

শহীদ সিপাহিদের সমাধি

0 comments
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে ইংরেজদের হাতে গ্রেপ্তার করা সিপাহি ও তাঁদের সমর্থকদের আণ্টাঘর ময়দান অর্থাৎ বর্তমান বাহাদুর শাহ্ পার্কের আমগাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়। তবে তাঁদের কোথায় কবর দেওয়া হয়েছিল সে সম্পর্কে সঠিক কোনো তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি। জানা যায়, লালবাগ কেল্লার ভেতরে যাঁরা শহীদ হয়েছিলেন তাঁদের লাশ ফেলা হয়েছিল কেল্লার পুকুরে। আরো কিছু লাশ কেল্লার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। পুকুরের লাশ সম্পর্কে জানা যায়, গোকুলচর এলাকার বাসিন্ধা সোনা মিয়া পাঁচটি নৌকা নিয়ে লাশগুলো বুড়িগঙ্গার স্রোতে ভাসিয়ে দেয় এবং অন্য লাশগুলো সমাহিত হয় বিষ্ণুচরণ দাস স্ট্রিটের 'গোড়ে শহীদ' এলাকায়। এ এলাকাটি লালবাগ ও আজিমপুরের কিছু অংশ নিয়ে গঠিত। আর ভারতের স্বাধিকার আন্দোলনের প্রথম সোপান সিপাহি বিদ্রোহে শহীদদের লাশগুলো এখানে দাফন করা হয়েছিল বলে এর নামকরণ হয় 'গোড়ে শহীদ'। এ ঘটনার কিছুদিন পরই শহীদদের স্মৃতি মুছে ফেলার জন্য সাম্রাজ্যবাদী চক্র বিকৃত করে এ অঞ্চলের নাম 'ঘোড়া শহীদ' বলে প্রচার করে। নাজির হোসেনের 'কিংবদন্তির ঢাকা' গ্রন্থ থেকে জানা যায়, গোড়ে শহীদ অর্থাৎ সলিমুল্লাহ মুসলিম এতিমখানার দক্ষিণ-পূর্ব পাশে যে কয়টি কবর বা মাজার দেখা যায় তার সব কয়টিই বিদ্রোহে শহীদ সিপাহিদের কবর।

0 comments:

Post a Comment