Sunday, August 19, 2012

বিশ্বের প্রথম চিড়িয়াখানা

0 comments
খ্রিস্টপূর্ব ৪০০ বছর আগে ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য পশুপাখি সংগ্রহ করে বিশ্বের প্রথম চিড়িয়াখানাটি গড়ে ওঠে ইরাকে। নানা প্রজাতির পাখি একসঙ্গে দেখার সেই অভিপ্রায় দীর্ঘদিন থেমে থাকার পর খ্রিস্টীয় ১৫০০ অব্দে আবার একটি চিড়িয়াখানা গড়ে তোলেন মিসরের রানী হ্যাটশেপসাট। এরপর খ্রিস্টীয় ১১০০ অব্দে ব্যক্তিগত উদ্যোগে আরেকটি চিড়িয়াখানা গড়ে তোলেন চীনের সম্রাট ওয়েন ওয়াং। তার সেই চিড়িয়াখানায় অসংখ্য পশুপাখি ছিল। ১৫০০ একর জমির ওপর স্থাপিত বাগানের ভেতর তিনি চিড়িয়াখানাটি গড়ে তুলেছিলেন। তবে সরকারি উদ্যোগে নানা প্রজাতির পাখি দিয়ে সাধারণের জন্য প্রথম চিড়িয়াখানাটি তৈরি হয় প্রাচীন গ্রিসে। প্রাচীন রোমে যেসব চিড়িয়াখানা গড়ে উঠেছিল সেগুলো অবশ্য ব্যক্তিগত উদ্যোগেই। নানা দেশ থেকে মাটি সংগ্রহ করে তারা চিড়িয়াখানা গড়ে তুলত। ইউরোপ মহাদেশে আধুনিক যে চিড়িয়াখানা গড়ে ওঠে, তার ইতিহাস অবশ্য বড়জোর ১০০ বছরের।







0 comments:

Post a Comment