Sunday, August 12, 2012

টাঁকশাল

0 comments
সোনারগাঁয়ের টাঁকশাল
টাকা মানুষের জীবনের অপরিহার্য অনুষঙ্গ। এই টাকার মালিক হওয়ার জন্য মানুষের সেকি নিরন্তর প্রচেষ্টা! কিন্তু এই টাকা মানুষ চাইলেই তৈরি করতে পারে না। টাকা জমিতেও চাষ হয় না আবার জনগণ কারখানায়ও তৈরি করতে পারে না। একমাত্র সরকারই পারে এই টাকা তৈরি করতে। আর সরকার যেখানে টাকা তৈরির কাজটি করে থাকে সেটিকেই টাঁকশাল বলা হয়। বাংলাদেশের ব্যাংক নোট, ট্রেজারি নোট বা টাকা, ডাকটিকিট, বিচার বিভাগীয় স্ট্যাম্প, বিভিন্ন ধরনের রাজস্ব স্ট্যাম্প, চেক বই, সঞ্চয়পত্রের সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সরকারি গুরুত্বপূর্ণ ছাপার কাজ সম্পন্ন করা হয় দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড নামক প্রতিষ্ঠানে। টাকা ছাপানোর কাজটি এখানে হয় বলে এই প্রতিষ্ঠানটি টাঁকশাল নামেও পরিচিত। এটি রাজধানী ঢাকা থেকে ৪৫ কিলোমিটার উত্তর-দক্ষিণে গাজীপুর জেলা সদরে অবস্থিত। জাতীয় উদ্যানের পাশেই সাড়ে ৬৬ একর জায়গা জুড়ে টাঁকশালটির অবস্থান। ১৯৮৮ সাল থেকে এখানে সরকার টাকা ছাপানোর কাজ শুরু করে। এর আগে সরকার বিদেশ থেকে প্রয়োজনমতো টাকা এবং গুরুত্বপূর্ণ অন্যান্য ছাপানোর কাজ সম্পন্ন করত। বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এই টাঁকশাল প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে টাঁকশালটির আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগে শুধু কাগজের টাকা ছাপার কাজ হলেও এখানে বর্তমানে ধাতব মুদ্রা বা কয়েন তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে। টাঁকশালটি সরকার এবং জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।

0 comments:

Post a Comment