Monday, August 13, 2012

পাঠ - ৩

0 comments
> ‘পানমুনজাম’ স্থানটি যে দুটি দেশের সীমান্তে অবস্থিত :

উত্তর :উত্তর ও দক্ষিণ কোরিয়া।

> ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ :

উত্তর :মিশর।

> গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে :

উত্তর :ইসরাইল ও মিশর।

> গ্রে উলফ নামে পরিচিত :

উত্তর :কামাল আতাতুর্ক।

> ‘আকাবা’ যে দেশের সমুদ্রবন্দর :

উত্তর :জর্ডান।

> খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত :

উত্তর : রোমে।

> আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা :

উত্তর :ম্যাকস ওয়েবার।

> ‘East london’ অবস্থিত : উত্তর :দক্ষিণ আফ্রিকায়।

> জাপানের পার্লামেন্টের নাম : ডায়েট।

> জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত : নিউইয়র্কে।

> ‘IAEA’ এর সদর দপ্তর অবস্থিত উত্তর :: ভিয়েনা।

> ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত :

উত্তর :ব্রাসেলস্

> ‘ ফেয়ার ফ্যাক্স’ হলো :

উত্তর :গোয়েন্দা সংস্থার নাম।

> ‘STAR-2’ হলো :

উত্তর :কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি।

> TI- এর সদর দপ্তর :

উত্তর :বার্লিন।

> ইউরোপের কর্কপিট বলা হয় : বেলজিয়ামকে।

> জাপান পার্ল হারবার আক্রমণ করে

উত্তর :৭ ডিসেম্বর ১৯৪১।

> বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় :

উত্তর :১০ ডিসেম্বর।

> আন্তর্জাতিক পরিবেশ দিবস :

উত্তর :৫ জুন।

> শেভেন চুক্তি হচ্ছে : কর হ্রাস করা চুক্তি।

> বিশ্ব ব্যাংকের SOFT LOAN WINDO হলো :

উত্তর :IDA

> ‘NO-FLY-ZON’ অবস্থিত : উত্তর :ইরাকে।

> চির শান্তির শহর নামে পরিচিত : উত্তর :রোম।

> পৃথিবীর বৃহত্তম মহাদেশ :

উত্তর :এশিয়া।

> ‘ওয়াল ষ্ট্রিট’ অবস্থিত :

উত্তর :নিউইয়র্ক।

> হাজার হ্রদের দেশ :

উত্তর :ফিনল্যান্ড।

> লৌহ মানবী হিসেবে পরিচিতি : উত্তর :মার্গারেট থ্যাচার।

> বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল : মেসোপটেমিয়ায়।

> জাতিসংঘ দিবস পালিত হয় :

উত্তর :২৪ অক্টোবর।

> যে দেশ এস ডি আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে :

উত্তর :যুক্তরাষ্ট্র।

> কোন দেশের আদি অধিবাসীদের হটেনটট বলা হতো :

উত্তর :দক্ষিণ আফ্রিকা।

> সম্প্রতি কোন দেশ শিশুদের ইংরেজি শেখানোর জন্য রোবট শিক্ষক নিযুক্ত করেছে :

উত্তর :দক্ষিণ কোরিয়া।

> সম্প্রতি কোন দেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম (২৬ দশমিক ৪ মাইল লম্বা) সেতুর উদ্বোধন করা হয় উত্তর :: চীনে

> বিশ্বে প্রথমবারের ব্যবসায়ি বাস চালু করেছে সম্প্রতি কোন দেশ :

উত্তর :দক্ষিণ কোরিয়া।

> যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল :

উত্তর : ফ্লোরিডা।

> বাস্তিল দুর্গের পতন ঘটেছিল :

উত্তর :১৪ জুলাই, ১৭৮৯।

> বদর নামক স্থানে মুসলিম বাহিনী ও মক্কায় পৌত্তলিকদের সাথে ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয় :

উত্তর :৬২৪ সালে।

> ইতিহাস খ্যাত বক্সারের যুদ্ধ হয়েছিল :

উত্তর :১৭৬৪ সালে।

> কোন দেশ তার প্রাইমারি স্কুলগুলোর কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল বই চালুর পরিকল্পনা করেছে :

উত্তর : জাপান।

> ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল :

উত্তর :১৯৬৭ সালে।

> সম্প্রতি এশিয়ার কোন দেশ মুসলমানদের জন্য আলাদা শেয়ার সূচক চালু করেছে :

উত্তর :ভারত।

> জাহাজ ছিনতাই ও অপহরণের ঘটনা ঠেকাতে কোন দেশের

বিজ্ঞানীরা প্রাণঘাতী নয় এমন লেজার রশ্মির ব্যবহার আবিষ্কার করেছেন : উত্তর :যুক্তরাজ্য।

> জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ : ইন্দোনেশিয়া।

> সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন করে :

উত্তর :১৯৭১ সালে।

> বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত :

উত্তর :লাসা।

> লেডি উইথ দি ল্যাম্প হিসেবে অভিহিত :

উত্তর : ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

> ভূটানের পার্লামেন্টের নাম :

উত্তর :সোংডু।

> জার্মানি ব্যতিরেকে কোন দেশে প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে :

উত্তর :অস্ট্রিয়া।

> যুক্তরাষ্ট্র জাপানের কোন শহরে দ্বিতীয় পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে : নাগাসাকিতে।

0 comments:

Post a Comment