Wednesday, August 29, 2012

ডিজনিল্যান্ড, ক্যালিফোর্নিয়া, আমেরিকা

0 comments
বিশ্বজুড়ে মানুষের কাছে শিহরণ জাগানো বিনোদন পার্ক হলো ডিজনিল্যান্ড। কল্পনারজগৎকে এখানে বাস্তবতায় রূপ দেওয়া হয়েছে। নানা ধরনের রোমঞ্চকর আর উত্তেজনায় ভরপুর রাইড ছাড়াও এখানকার জোনগুলো যেন কল্পনার এক স্বপ্নপুরী। ১৯৫৫ সালের ১৮ জুলাই বিস্ময়কর এ বিনোদন পার্কটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এর পর থেকেই বিশ্বজুড়ে মানুষের স্বপ্নের পার্ক হিসেবে পরিচিতি পায় ডিজনিল্যান্ড। ডিজনিল্যান্ডের প্রতিষ্ঠাতা হলেন আমেরিকার বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াল্ট ডিজনি। তিনি এক রবিবার তাঁর মেয়েদের নিয়ে ক্যালিফোর্নিয়ার একটি পার্কে ঘুরতে বেরিয়েছিলেন। মেয়েদের বিভিন্ন রাইডে চড়তে দেখে ওয়াল্ট ডিজনির মনে হলো, যদি এমন একটা পার্ক থাকত, যেখানে ছোট-বড় সবাই একসঙ্গে আনন্দ করতে পারে, তবে খুবই ভালো হতো- এই ভাবনা থেকেই ক্যালিফোর্নিয়ায় ১৬০ একর জায়গার ওপর তিনি তাঁর স্বপ্নের পার্কটি নির্মাণ শুরু করেন। বিভিন্ন ঐতিহাসিক স্থান, জনপ্রিয় সিনেমার চরিত্র, ভৌতিক বাড়ি, রোমঞ্চকর রাইড প্রভৃতি দিয়ে সাজানো হয় ডিজনিল্যান্ডকে। রূপকথার রাজপ্রাসাদ, মহাকাশযান, ভয়ে শিউরে ওঠার মতো এক ভিন্ন জগতের সৃষ্টি করা হয়েছে শিল্পকলা আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। মেইন স্ট্রিট, অ্যাডভেঞ্চারল্যান্ড, ফ্যান্টাসিল্যান্ড, মিকিস টুনটাউনথ এমন কয়েকটি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে গোটা ডিজনিল্যান্ডকে। প্রতিটি জোনই দর্শনার্থীদের দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি করে।

0 comments:

Post a Comment