Wednesday, August 15, 2012

টাইম ম্যাগাজিন

34 comments
নিউইয়র্ক থেকে প্রকাশিত টাইম-কে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ম্যাগাজিন মনে করা হয়। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হলেও ম্যাগাজিনটি ইউরোপ-এশিয়াসহ বিশ্বের একাধিক রিজিওনে আলাদা এডিশন প্রকাশ করে থাকে। প্রায় ২৫ মিলিয়নেরও বেশি পাঠকের প্রিয় সাপ্তাহিক টাইম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রচারিত সাপ্তাহিক। শুধু তাই নয়, গোটা বিশ্বের সংবাদপত্র ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন হিসেবেও টাইমের নাম উচ্চারিত হয়ে থাকে। ১৯২৩ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাপ্তাহিক ম্যাগাজিন হিসেবে যাত্রা শুরু করে টাইম। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন ব্রাইটন হেইডেন এবং হেনরি লুইস। এ দুজনই এর আগে ইয়ালে ডেইলি নিউজ-এ কর্মরত ছিলেন। সেখান থেকেই সাপ্তাহিকের ধারণাটি মাথায় আসে। প্রথম দিকে বেশকিছু প্রতিকূলতার সম্মুখীন হলেও শেষ পর্যন্ত সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকে ম্যাগাজিনটি।

34 comments:

Post a Comment