Tuesday, August 7, 2012

বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর

0 comments
বাংলাদেশে জাদুঘরগুলোর সবই মাটির ওপর নির্মিত ভবনে অবস্থিত। একটি মাত্র জাদুঘর মাটির নিচে নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের প্রথম এই ভূগর্ভস্থ জাদুঘরটি রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। মাটির নিচে প্রায় ২৪ ফুট গভীরে দ্বিতল এ জাদুঘরের দৈর্ঘ্য ২৫৩ ফুট ও প্রস্থ ১২৬ ফুট। ১৯৯৬ সালে সরকার স্বাধীনতা কমপ্লেঙ্ প্রকল্পের আওতায় এ জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয়। জাদুঘরটি বিভিন্ন অংশে ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাস সন্নিবেশিত আছে। এখানে প্রায় ১৫ ফুট উচ্চতায় 'জনতার শক্তি' নামের একটি দেয়ালের গায়ে সাঁটানো রয়েছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ঘটনাবলি নিয়ে পোড়ামাটির বিশাল দেয়ালচিত্র বা টেরাকোটা। এটি ইতিহাসভিত্তিক টেরাকোটার পৃথিবীর দীর্ঘতম ম্যুরাল। দেশের প্রথম ভূগর্ভস্থ এই জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ৭ মার্চ ২০১১ সালে।

0 comments:

Post a Comment