Wednesday, August 15, 2012

ফক্স নিউজ

0 comments
ফক্স নিউজ চ্যানেল বা এফএনসি মূলত একটি স্যাটেলাইট ও ক্যাবল চ্যানেল। সাম্প্রতিক খবরের পাশাপাশি ইনভেস্টিগেটিভ জার্নালিজম এবং পেছনের খবর তুলে আনার জন্য এটি খ্যাতি অর্জন করেছে। এই চ্যানেলটির নির্মাতা অস্ট্রেলিয়া-আমেরিকার মিডিয়া মোগল রুপার্ট মারডক। মিডিয়ায় পাকা ব্যবসায়ী ও ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হওয়া রুপার্ট মারডক এই চ্যানেলটির ক্ষেত্রেও ব্যাপক পারদর্শিতা ও সাফল্য দেখাতে সক্ষম হয়েছেন। ফলাফল_ চ্যানেলটির গত কয়েক বছরের টিআরপি। প্রায় ১৭ মিলিয়ন ক্যাবল সাবস্ক্রাইবারের কাছে। ১৯৯৬ সালের ৭ অক্টোবর যাত্রা শুরু করে ফক্স নিউজ। মাত্র চার-পাঁচ বছরের মধ্যেই আমেরিকার ডমিনেটিং ক্যাবল চ্যানেল হিসেবে নিজেদের তুলে আনে এই চ্যানেলটি। সমালোচকরা ফক্স নিউজের অনেক বিশ্লেষণ ও খবরের ব্যাপক সমালোচনা করলেও সেটি দর্শকদের আগ্রহে ভাটা তুলতে পারেনি কোনোমতেই।

0 comments:

Post a Comment