প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি হলো অলিম্পিয়ার জিউসের মূর্তি। গ্রিকদের অসংখ্য দেব-দেবীর মধ্যে প্রধান দেবতা হলেন জিউস। অন্য দেব-দেবীদের তুলনায় জিউস অনেক বেশি শক্তিশালী। তাই গ্রিকরা তাদের প্রধান দেবতাকে সন্তুষ্ট এবং সম্মানিত করার লক্ষ্যে এ মূর্তিটি নির্মাণ করেন খ্রিস্টপূর্ব ৪৩৫ অব্দে গ্রিকরা অলিম্পিয়া নগরীতে একটি মন্দির নির্মাণ করে এবং সেখানেই স্থাপন করে দেবতা জিউসের বিশালাকার মূর্তি। মূর্তিটি উচ্চতায় ছিল প্রায় ৪০ ফুট। অবশ্য জিউসের এ মন্দিরটি প্রতিষ্ঠায় আরো একটি বিশেষ উদ্দেশ্য ছিল। এ অলিম্পিয়া নগরীতেই বসত জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতার আসর অলিম্পিক। বিশ্বের বৃহত্তম এ খেলার আসরটিতে দেবতা জিউসের আশীর্বাদ পেতেই এ বিশাল মূর্তিটি স্থাপন করা হয়েছিল। সাতজন মিস্ত্রি আড়াই বছর অক্লান্ত পরিশ্রম করে মূর্তিটি তৈরি করেন। বলা হয়ে থাকে ফিডিয়াস এ মূর্তিটির নকশা করেন। দারুণ সৌন্দর্য এবং বিশালতার কারণে দেবতা জিউসের এ মূর্তিটি মানুষের কাছে আশ্চর্যময় হয়ে ওঠে। খ্রিস্টধর্মের প্রসারের ফলে ধ্বংস করে ফেলা হয় মূর্তিটি। মূর্তিটির খুব সামান্য অংশ এখনো টিকে আছে।
গ্রন্থনা : তৈমুর ফারুক তুষার
0 comments:
Post a Comment