Monday, August 13, 2012

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র

0 comments
বিদ্যুৎ ছাড়া একটি দিনও এখনকার নগরবাসী কল্পনা করতে পারে না। তাই বিদ্যুৎ উৎপাদনের জন্য মানুষের নানাবিধ চেষ্টা অব্যাহত রয়েছে। মানুষের এই চেষ্টার একটি ফসল হলো পানি থেকে বিদ্যুৎ তৈরির পদ্ধতি আবিষ্কার। বিদ্যুৎ তৈরির অন্যান্য পদ্ধতির চেয়ে পানি থেকে বিদ্যুৎ তৈরি অনেক সাশ্রয়ী। বাংলাদেশেও পানি থেকে বিদ্যুৎ তৈরির জন্য একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর ওপর বাঁধ দিয়ে এই পানিবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়। ১৯৬২ সালে এই বিদ্যুৎকেন্দ্রটি চালু হয়। এই পানিবিদ্যুৎ প্রকল্পটি তৈরির জন্য সেখানে যে বিশাল জলাশয়ের সৃষ্টি হয়েছে, সেটি 'কাপ্তাই লেক' নামে পরিচিত। পানিবিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য সুউচ্চ বাঁধটিতে ১৬টি কপাট যুক্ত করা হয়েছে। এই কপাটগুলো দিয়ে প্রয়োজনীয় পরিমাণ পানি প্রবাহ নিশ্চিত করা হয়। এই পানিবিদ্যুৎ কেন্দ্রটি থেকে অল্প খরচে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। পানিবিদ্যুৎ কেন্দ্রটির ফলে যে জলাধার সৃষ্টি হয়েছে, সেখানে প্রতিবছর প্রায় ৭০০ টন মাছের চাষ হয়। অবশ্য এই জলাধারের কারণে বহু মানুষকে সে সময় গৃহহীন হতে হয়। এই বিদ্যুৎকেন্দ্রটি আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ।

0 comments:

Post a Comment