Monday, August 13, 2012

কলের গান বা গ্রামোফোন

0 comments
একসময়ে সংগীতপ্রেমী প্রতিটি সামর্থ্যবান পরিবারেই শোভা পেত কলের গান বা গ্রামোফোন। কারণ এখনকার মতো মোবাইল ফোনে বা এমপিথ্রিতে গান শোনা তো দূরে থাক ক্যাসেট প্লেয়ার বা সিডি প্লেয়ারেরও তখন প্রচলন ছিল না। সে সময়ে গান শোনার মাধ্যম ছিল কলের গান বা গ্রামোফোন। ১৮৭৭ সালে টমাস আলফা এডিসন প্রথম শব্দ রেকর্ড করে আবার তা থেকে শব্দ শোনার যন্ত্র আবিষ্কার করেন। এডিসন তাঁর যন্ত্রের নাম দেন ফোনোগ্রাফ। এরপর ১৮৮৭ সালে এমিল বার্লিনার ফোনোগ্রাফের আরেকটু উন্নত সংস্করণ আবিষ্কার করেন এবং এই যন্ত্রের নাম দেন 'গ্রামোফোন'। এই গ্রামোফোন যন্ত্রটি চালানোর জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হতো না। ফলে এই যন্ত্রটি দ্রুত মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ভারত উপমহাদেশে প্রথম গ্রামোফোন নিয়ে আসেন এফ ডব্লিউ গেইসবার্গ। ১৯০২ সালে কলকাতার বাঙালি শিল্পী গওহর জানকে দিয়ে প্রথম বাংলা গানের রেকর্ড করেন। গ্রামোফোনের রেকর্ড তৈরিতে প্রথম ব্যবসায়িক উদ্যোক্তা হলেন হেমেন্দ্র মোহন বসু। কলকাতার বেলিয়াঘাটায় প্রথম রেকর্ড কারখানা প্রতিষ্ঠিত হয় ১৯০৮ সালের ১৯ জুন। প্রথম দিককার গ্রামোফোনের রেকর্ডগুলোতে এক পিঠে একটি করে গান থাকত। পরে লং প্লে রেকর্ড তৈরি হতে শুরু হয়। তখন এক পিঠে সাত-আটটি করে গান রেকর্ড থাকত, যা গ্রামোফোন ব্যবহারের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিল।
গ্রামোফোন

0 comments:

Post a Comment