ছিটমহল হলো একটি দেশের মধ্যে আরেকটি দেশ। ছিটমহল একটি দেশের ভৌগোলিক সীমানা থেকে বিচ্ছিন্ন কিছু ভূখণ্ড বা জনপদ। ছিটমহল মানে ভারতের ভেতরে বাংলাদেশের আর বাংলাদেশের ভেতরে ভারতীয় ভূখণ্ড। আবার এমনও আছে, বাংলাদেশের ভেতরে ভারত এবং তার ভেতরে আবার বাংলাদেশ। যেমন কুড়িগ্রামে ভারতের ছিটমহল দাশিয়ারছড়া। দাশিয়ারছড়ার ভেতরেই আছে চন্দ্রখানা নামের বাংলাদেশের একটি ছিটমহল। অখণ্ড ভারত বিভক্ত করে ভারত এবং পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সময়ে ১৯৪৭ খ্রিস্টাব্দে রেডক্লিফের মানচিত্র বিভাজন থেকেই উদ্ভব ছিটমহলের। এক দেশের ভূখণ্ডে থেকে যায় অন্য দেশের অংশ। এতে এক অসহনীয় মানবিক সমস্যার উদ্ভব হয়। একটি দেশের নাগরিক হওয়া সত্ত্বেও সে দেশের সাংবিধানিক অধিকার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে ছিটমহলবাসী। বাংলাদেশ ভারতের সীমানার মধ্যে এ রকম ১১৯টি ছিটমহল আছে বলে দাবি করে থাকে। আর ভারত বাংলাদেশের মধ্যে ৭৩টি ছিটমহল আছে বলে দাবি করে থাকে।
গ্রন্থনা : তৈমুর ফারুক তুষার
0 comments:
Post a Comment