Monday, August 13, 2012

ফারাক্কা বাঁধ

0 comments
ফারাক্কা বাঁধ ভারতের গঙ্গা নদীর (বাংলাদেশে পদ্মা নদী) ওপর অবস্থিত একটি বাঁধ। বাংলাদেশ ও ভারতের মধ্যে সবচেয়ে আলোচিত এই বাঁধটিকে বাংলাদেশে কেউ কেউ 'মরণ বাঁধ' বলে থাকেন। এর কারণ ভারত একতরফাভাবে এই বাঁধটি নির্মাণ করে গঙ্গা নদীর পানির প্রাকৃতিক প্রবাহ নিয়ন্ত্রণ করে। ফলে বাংলাদেশে নদীতে স্বাভাবিক পানির প্রবাহ না থাকায় নদীগুলো শুকিয়ে যাচ্ছে এবং মানুষের জীবন ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের মানুষের জন্য সমস্যাপূর্ণ এই বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। কলকাতা বন্দরে পলিমাটি জমার হাত থেকে রক্ষার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটি সমস্যা হিসেবে দেখা দেয়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। শেষ হয় ১৯৭৫ সালে। সে বছরই ২১ এপ্রিল থেকে বাঁধটি চালু হয়। ফারাক্কা বাঁধ ২.২৪ কিলোমিটার লম্বা। বাঁধ থেকে ভাগিরথী-হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য ৪০ কিলোমিটার। হিন্দুস্তান কনস্ট্রাকশন কম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটিতে পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য মোট ১২৩টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। বাংলাদেশে ফারাক্কা বাঁধটি পরিবেশের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। নদীগুলোতে পানির প্রবাহ কমে যাওয়ায় এ দেশে মরুকরণ বাড়ছে, কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, নৌ-পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে, কমে গেছে মাছের প্রাচুর্য।

0 comments:

Post a Comment