বিবিসি হচ্ছে পৃথিবীর প্রথম জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান। এর মূল নাম হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন। যাকে বিশ্বব্যাপী বিবিসি নামে ডাকা হয়। ১৯২২ সালের ১৮ অক্টোবর ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড নামে এটি প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ছয়টি ব্রিটিশ কোম্পানি মিলিত হয়ে এই লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করে। এই ছয়টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হলো_ মার্কোনি, রেডিও কমিউনিকেশন কোম্পানি, মেট্রোপলিটন-ভিকার্স (মেট্রোভিক), জেনারেল ইলেকট্রিক, ওয়েস্টার্ন ইলেকট্রিক ও ব্রিটিশ থমসন-হউস্টন (বিটিএইচ)। ১৯২২ সালের ১৪ নভেম্বর লন্ডনের মার্কোনি হাউসের ২এলও স্টেশন থেকে প্রথম অনুষ্ঠান সম্প্রচারিত হয়।
এটির বর্তমান সদর দফতর ব্রিটেনের লন্ডনে। এর আগে সুদীর্ঘকাল ধরে বুশ হাউসে এর সদর দফতর ছিল। ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, সংক্ষেপে বিবিসি যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম সংস্থা হলেও এর আবেদন ও কাভারেজ এরিয়া বিশ্বজুড়েই। টেলিভিশন, বেতার এবং ইন্টারনেটে সম্প্রচারের জন্য বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান তৈরি এবং তথ্য সেবা সরবরাহ করা বিবিসির প্রধান কাজ। এর বাইরে বিশ্বের অনেক দেশে স্থানীয় ভাষায় খবর সম্প্রচার করে বিবিসি। এমনকি বাংলাদেশেও বিবিসি বাংলা সার্ভিস মানুষের কাছে তুলনামূলকভাবে দারুণ জনপ্রিয়। অপেক্ষাকৃত নিরপেক্ষ খবর ও বিশ্ব রাজনীতির আসল প্রেক্ষাপট তুলে ধরার ক্ষেত্রে বিবিসিকে পথিকৃৎ মানেন অনেকেই।
0 comments:
Post a Comment