Monday, August 27, 2012

পেত্রা, জর্দান

0 comments
অসাধারণ সৌন্দর্যের এক বিস্ময়কর প্রাচীন আরব শহর হলো পেত্রা। বর্তমান জর্দানের দক্ষিণ-পশ্চিমে হুর পাহাড়ের পাদদেশে এই শহরটি অবস্থিত। নগরীটি মানুষকে আকৃষ্ট করার মূল কারণ এর মনোমুঙ্কর প্রাকৃতিক সৌন্দর্য এবং গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলো। এটি নির্মাণ করা হয়েছে গুহার মধ্যে। কোনো কোনো অংশে এটি মাত্র ১২ ফুট চওড়া। গুহার পাশেই কঠিন পাথরের দেয়ালের গায়ে গাঁথা আছে অনেক প্রাচীন দালান। দালানগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো 'খাজনেত ফিরাউন' নামের একটি মন্দির। মন্দিরটি ফারাওদের ধনভাণ্ডার নামেও পরিচিত। এখানে আছে একটি অর্ধগোলাকৃতির তিন হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন একটি বৃহদাকার নাট্যশালা। নগরীটিকে অত্যন্ত সুরক্ষিত একটি দুর্গও বলা যায়। ৪০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পেত্রা নগরী ছিল নাবাতাইন রাজ্যের রাজধানী। নানা সময়ে নানা জাতির দখল-পাল্টা দখলে নগরীটি ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। বহু বছর অজানা থাকার পর ১৮১২ সালে এই প্রাচীন শহরটিকে পশ্চিমা বিশ্বের নজরে আনেন সুইস পরিব্রাজক জোহান লুডিগ বুর্খার্দত। ১৯৮৫ সালে ইউনেস্কো পেত্রা নগরীটিকে 'বিশ্ব ঐতিহ্যবাহী স্থান' হিসেবে ঘোষণা করে।


গ্রন্থনা : তৈমুর ফারুক তুষার

0 comments:

Post a Comment