Monday, September 13, 2010

চুলের যত্ন

0 comments
০০ চুলের যত্নে প্রতিদিন চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখুন। যাতে ডেডসেল বেশি না জমে।

০০ প্রয়োজন মনে করলে প্রতিদিন শ্যাম্পু করুন। মনে রাখবেন, শ্যাম্পুটি যেন মাইল্ড হয়। প্রয়োজনে বেবি শ্যাম্পু হতে পারে।

০০ মাথা ম্যাসেজ করার সময় নখ যেন তালু স্পর্শ না করে, সেদিকে খেয়াল রাখুন।

০০ মাঝে মাঝে শ্যাম্পুর সঙ্গে দুটো ভিটামিন ‘ই’ ক্যাম্পসুল মিশিয়ে নিন।

০০ চুল চিকন হলে শ্যাম্পু করার কিছুক্ষণ আগে কন্ডিশনার লাগান।

০০ শ্যাম্পুর সঙ্গে একটা ডিম মিশিয়ে নিন। ডিমের প্রোটিনে চুলের ভলিউম বাড়বে।

০০ লেবু কিংবা কিউয়ি সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন। ফ্রুট এসিড চুলের তেল ও ময়লা পরিষ্কার করে, চুল নেতিয়ে থাকে না।

0 comments:

Post a Comment