Tuesday, September 14, 2010

অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়

0 comments
অ্যানথ্রাক্স পশু থেকে মানুষ এবং মানুষ থেকে পশুতে সংক্রমণ ঘটাতে সক্ষম। আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর বলেন, অ্যানথ্রাক্স থেকে সহজে রক্ষা পাওয়ার উপায় হলো, অসুস্থ গরু ও ছাগল জবাই না করা এবং মারা গেলে ছয় ফুট মাটির নীচে পুঁতে ফেলতে হবে। অসুস্থ গরু ও ছাগলের সংস্পর্শে থাকা লোককে গ্লাভস না থাকলে পলিথিন ব্যবহারের পরামর্শ দেন। মরা গরু ও ছাগল পানিতে ভাসিয়ে দিলে কিংবা জঙ্গলে ফেলে দিলে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার আশংকা একশত ভাগ।

0 comments:

Post a Comment