Thursday, September 16, 2010

শোলাকিয়া ঈদগাহ, কিশোরগঞ্জ

0 comments
কিশোরগঞ্জ শহরের পূর্বপাশে নরসুন্দা নদের তীরে ছয় একর জায়গাজুড়ে শোলাকিয়া ময়দান। মাঠটিকে ঘিরে আছে বেশ কিছু বয়স্ক জলকড়ই। প্রায় দেড় লাখ মুসলি্ল এখানে স্বচ্ছন্দে নামাজ পড়তে পারেন। শোনা যায়, সোয়া লাখ থেকে শোলাকিয়া শব্দটি এসেছে। কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার বাড়ির লোকজন ময়দানটি প্রতিষ্ঠা করেন। জানা গেছে, ১৯২৮ সালে এখানে প্রথম ঈদের জামাত হয়। বর্তমানে মাঠের পশ্চিম দিকে দ্বিতল মিম্বরটি সংস্কার করা হয়েছে, সাউন্ড সিস্টেম উন্নত করা হয়েছে, অজুখানাও নতুনভাবে নির্মিত হয়েছে। ঢাকার মহাখালী থেকে অনন্যা ক্লাসিক ও সায়েদাবাদ থেকে হাওড় বিলাস, যাতায়াতসহ অনেক পরিবহনের বাস কিশোরগঞ্জ যায়। সময় লাগে সাড়ে ৩ ঘণ্টা। ভাড়া ১২০-১৩০ টাকা।
লেখা: শফিক আদনান

0 comments:

Post a Comment