Tuesday, September 14, 2010

এবং হুমায়রা বেগম

0 comments
পুরনো ঢাকার একটি কট্টর রক্ষণশীল পরিবারকে কেন্দ্র করে নাটকের কাহিনী গড়ে উঠেছে । মূলত পরিবারটির কর্তাব্যাক্তি কট্টর রক্ষণশীল। তিনি তার স্ত্রী-কন্যাদেরকে কখনও বাড়ির বাইরে যেতে দেন না। পরপুরুষের চেহারা দেখা হারাম বলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরইমধ্যে সৌদি প্রবিিস এক পাত্রের সাথে বড় মেয়ের বিয়ে ঠিক করেন। কিন্তু কন্যার মা বা কন্যা নিজেও পাত্রকে দেখার সুযোগ পায় না। বিয়ের রাতে কনে বরের চেহারা দেখে অজ্ঞান হয়ে পড়ে। এমন আকস্মিকতায় বর ভরকে যায়। সে শ্বশুর বাড়ির কট্টর গোড়ামি প্রথা ভাঙতে চায়।
রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। অভিনয়ে হাসান মাসুদ, বিন্দু, দিতি, আইরিন, মিশু, কাজী রাজু প্রমুখ।

0 comments:

Post a Comment