Sunday, September 19, 2010

ট্রপিকেল রিসোর্ট

0 comments
ছোট রিসোর্ট বারজায়া হিলস কোলমার ট্রপিকেল থেকে।জায়াগাটিতে রিসোর্টের পাশাপাশি আর অনেক দর্শনীয় জায়গা রয়েছে।মালেশিয়ার পাহাং রাজ্যের বুকিট টিনিগি নামক জায়াগয় রিসোর্ট অবস্তিত।
মালেশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুর থেকে মাত্র মাত্র ৪৫ মিনিট লাগে ঐ জায়গায় যেতে।ভূমিতে থেকে প্রায় ২৬০০ ফুট উচুতে অবস্তিত।প্রায় ৮০ একর জায়াগা জুড়ে রিসোর্ট এবং রেইন ফরেষ্ট রয়েছে।রিসোর্টের আকর্ষনীয় দিক হল এর বিল্ডিংগুলো ঐতিহ্যবাহি ফ্রেঞ্চ গ্রামের বাড়িগুলোর মত।এখানকার বাড়িগুলো ফ্রান্সের আলসেস সিটির কোলমার গ্রামের বিখ্যাত বাড়িগুলোর আদলে করা হয়েছে।

রিসোর্টের পাশে দর্শনীয় জায়গাগুলোড় মধ্যে জাপানীজ ভিলেজ,বার্ডস পার্ক,রেইন ফরেষ্ট,বোটানিকেল গার্ডেন ইত্যাদি রয়েছে।জাপানীজ হাউসগুলোতে আপনি জাপানীজ স্পেসাল চা খেতে পারবেন।

লিখেছেন : পার্থ

0 comments:

Post a Comment