Tuesday, September 14, 2010

লাঞ্চ দেন সাফার

0 comments
মেজবাউদ্দীন সুমনের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় বিশেষ নাটক লাঞ্চ দেন সাফার। শামীমের অফিসের সবাই জানে শামিমের বউ রুচির রান্না তুলনাহীন। সুযোগমত লাঞ্চে শামীমের খাবারে ভাগ বসায় কেউ কেউ। একদিন শামীমের বšু রিয়াজ অফিসের এসে রুচির খাবার খেয়ে মুগ হয়ে যায়। এরপর প্রায় প্রতিদিনই দুপুরে লাঞ্চে এসে হাজির হয় রিয়াজ। একপর্যায়ে বাসায়ও যাওয়া শুরু করে সে। রিয়াজের অত্যাচারের মাত্রা বা তে থাকে। মাঝে মাঝে রাতের খাবার কিংবা সকালের নাস্তায়ও চলে আসে সে। শামীমের বাজার খরচ বাড়তে থাকে। বšুর জন্য রুচির সাথে মনমালিন্য শুরু হয়ে যায় রিয়াজের। রিয়াজের জালাতন থেকে বাচার জন্য শামিম ও রুচি রিয়াজকে বিয়ে করিয়ে দেয় রুচির বাšবী কণার সাথে। ঘটে নতুন বিপত্তি। কনা পিটিএ ট্রেনিংয়ের জন্য রাজশাহী যাবার সময় স্বামীর খাবার দায়িত্ব দিয়ে যায় বাšবী রুচীকে। এ নাটকে অভিনয় করেছেন সজল, বাঁধন, ইন্তেখাব দিনার প্রমূখ।

0 comments:

Post a Comment